ডেঙ্গু আক্রান্ত সালমান, ‘বিগ বস’ সঞ্চালনায় করণ জোহর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম

সালমান খান ও করণ জোহর
ডেঙ্গু আক্রান্ত হয়ে ‘বিগ বস: সিজন ১৬’ সঞ্চালনা থেকে অবসরে যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। যার কারণে এই বিয়েলিটি শোয়ের সঞ্চালক হচ্ছেন পরিচালক করণ জোহর।
প্রথম থেকেই একের পর এক সমস্যার সূত্রপাত হয়ে আসছে শোটিতে। পরিচালক সাজিদ খানের অন্তর্ভূক্তি নিয়ে, তারপর ঝগড়া, মারামারিসহ নানা অশান্তি। এর মধ্যে নতুন করে সালমানের ডেঙ্গু আক্রান্ত হয়ে অবসরে যাওয়ার খবরটি সংশ্লিষ্ট সবাইকে মর্মাহত করেছে। দর্শক মনে প্রশ্ন উঠেছে, ‘বিগ বস’ শোয়ের তাহলে কী হবে? জানা গেছে, সালমান খানের বদলে এর সঞ্চালনার দায়িত্বে থাকবেন পরিচালক করণ জোহর। সালমানের অনুরোধেই এই দায়িত্ব নিতে রাজি হন তিনি। খবর বলিউড হাঙ্গামার।
গত বছর করণ জোহর ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুত’-এ আয়োজিত বিগ বসের সম্পূর্ণ সিজন সঞ্চালনা করে সবার মনোরঞ্জন করেছিলেন। তারকা এই নির্মাতার সঞ্চালনা বেশ প্রশংসিত হয়েছিল। তাই সালমান খানও তার এই বন্ধুর প্রতিই ভরসা রাখতে যাচ্ছেন।
সালমান খানের পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব নেয়া করণের সামনেও এখন চ্যালেঞ্জের কমতি নেই। এই অনুষ্ঠানকে তিনি জনপ্রিয় করতে পারবেন কিনা, দর্শকের নজর সেদিকেও থাকবে।