ঢাকায় আসা হচ্ছে না নোরার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৯:২২ পিএম


নোরা ফাতেহি
গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২ এ অংশ নিতে নভেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল বলিউড সুন্দরী নোরা ফাতেহির। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকেরা।
সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়নি।
আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশনের কথা ছিল নোরার, বিষয়টি নিয়ে রবিবার এক সংবাদ সম্মেলনও আয়োজন করেছিল আয়োজকেরা। মন্ত্রণালয়ের আদেশের বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা বলেন, তারা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি।
এর আগে ডিসেম্বরে মিরর গ্রুপের আয়োজনে নোরার ঢাকায় আসার ঘোষণা দেয়া হয়েছিল। পরে একই কারণ দেখিয়ে অনুমতি দেয়নি সরকার।
বলিউডের সময়ের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও দক্ষতা রয়েছে নোরার।