মুনমুনের সিনেমার দর্শকদের ভিড়ে ভাঙলো ইটের দেয়াল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৫:৫০ পিএম

চিত্রনায়িকা মুনমুন

রাগী সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা মুনমুন। রাগী সিনেমা মুক্তির পর সিনেমাপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মুনমুনের খলচরিত্রে মজেছে সিনেপ্রেমীরা।
রবিবার (১৫ অক্টোবর) রাগী সিনেমার প্রমোশনে নায়ক আবীর, নায়িকা আঁচল ও মুনমুন রাজধানীর একটি সিনেমা হলে গেলে তাদের দেখতে ভিড় জমায় উৎসুকরা। এ সময় ভিড়ের চাপে সিনেমা হলের পাশে দোকানের ইট-সিমেন্টের দেয়াল ধসে পড়ে যায়।
বেশিরভাগ দর্শক জানিয়েছেন, এক সময়ের আলোচিত নায়িকা মুনমুনের খলচরিত্র দেখতে কৌতুহলী হয়ে আসছেন অনেকে। মুনমুন তাদের হৃদয় জয় করেছে।
এ ঘটনায় হতাশ দোকানি বলেন, এমন তো আগে দেখিনি। নায়ক-নায়িকা দেখতে এসে সর্বনাশ করল আমার। দেয়ালে এমন মানুষের চাপ পড়ল যে ভেঙে সব শেষ।
মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশন ধারার চলচ্চিত্র রাগী। শুক্রবার থেকে ছবিটি সারা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবীর চৌধুরী, আঁচল আঁখি, মুনমুন, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।