পড়শীর ‘এখানে প্রেম শেখানো হয়’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পিএম

কণ্ঠশিল্পী পড়শী






তৃতীয়বারের মতো টিভি নাটকে অভিনয় করছেন কণ্ঠশিল্পী পড়শী। তার সঙ্গে আরও আছেন ‘পরাণ’-খ্যাত ইয়াশ রোহান। দু’জনকে নিয়ে ‘এখানে প্রেম শেখানো হয়’ নামের নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু। নাটকে দেখা যাবে- মুঠোফোন আর ল্যাপটপের দৌলতে পড়শীর জীবনটাই হয়ে উঠেছে গুগল-নির্ভর!
উত্তরায় গত ১১ সেপ্টেম্বর শেষ হয় নাটকটির শুটিং। যা প্রচারিত হবে আসছে ঈদে আরটিভিতে।

কাজটি প্রসঙ্গে নির্মাতা বাবু বলেন, ‘এই চিত্রনাট্যটা আমি অনেক আনন্দ নিয়ে তৈরি করেছি। কারণ, এই গল্পের মাধ্যমে বর্তমান প্রজন্মের বড় একটি অংশের বাস্তব পরিস্থিতি উঠে আসবে। গুগল আর সোশ্যাল মিডিয়া আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস থাকছে এতে।’
নাটকটিতে পড়শী অভিনয় করেছেন সুস্মিতা চরিত্রে আর ইয়াশ হচ্ছেন রিমন। যাতে দেখা যাবে, সুস্মিতা তার জীবনের প্রতিটি স্টেপে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে চলেন। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে তৈরি হয় তার একরকম বিচ্ছিন্ন জীবন। যার ফলে গুগলের সাহায্যে তার জীবনে ঘটতে থাকে যত উদ্ভট ঘটনা।

পড়শীর অভিনয় প্রসঙ্গে নির্মাতা বাবু বলেন, ‘ওর সঙ্গে এমনিতেই একটা ভালো বন্ডিং হয়ে গেছে আমার। এর বাইরে ও গানে যেমন ট্যালেন্ট, অভিনয়েও তাই। তারচেয়ে বড় কথা অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর ইয়াশ রোহান সম্পর্কে তো সবাই জানেন। মোট মিলিয়ে আমরা কাজটি আরাম করেই করছি।’

পড়শী এর আগে আরও দুটি নাটকে কাজ করেছেন। যার শুরুটা হয়েছিল চলতি বছর একই নির্মাতার ‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে। এরপর পড়শী ‘সাদি মোবারক’ নামে আরও একটি নাটকে কাজ করেছেন।