নাটকে দিলরুবা সাথী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০১৮, ০৩:৩২ পিএম

দুই বছর পর আবারো অভিনয়ে ফিরলেন উপস্থাপক দিলরুবা সাথী। রেজানুর রহমানের রচনা ও নির্দেশনায় দিলরুবা সাথী অভিনয় করছেন স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি ‘এইমাত্র পাওয়া খবর’-এ। গতকাল সকাল থেকে রাজধানীর উত্তরায় টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজীব সালেহীন। টেলিছবির গল্পে দিলরুবা সাথী অভিনয় করছেন সুবর্ণা চরিত্রে। সুবর্ণা একজন মঞ্চকর্মী এবং বুদ্ধিজীবী পরিবারের সন্তান। দিলরুবা সঙ্গী বলেন, ‘দুই বছর আগে রেজানুর রহমান ভাইয়ের নির্দেশনাতেই কাজ করেছিলাম। তারই নির্দেশনায় আবারো অভিনয় করছি। তার নির্দেশনায় কাজ করা খুব আরামের। কারণ তাদের ¯েœহ, ভালোবাসায় বেড়ে ওঠার কারণে শাসন ও আদর দুইয়ের মধ্য দিয়েই কাজ করা হয়ে যায়। এইমাত্র পাওয়া খবর টেলিছবির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন আশা করছি ভালোলাগবে দর্শকের।’ স্বাধীনতা দিবসে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। দিলরুবা সাথী সর্বশেষ দুই বছর আগে রেজানুর রহমানের নির্দেশনায় ‘সাইরেন’ টেলিছবিতে অভিনয় করেছিলেন। এদিকে দিলরুবা সাথী নিয়মিত চ্যানেল আইতে অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’ ,‘আমার যতো গান’র নিয়মিত উপস্থাপনার পাশাপাশি বিশেষ বিশেষ দিবসের বিশেষ বিশেষ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করেন।