বনানী কবরস্থানে সমাহিত হবেন গাজী মাজহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ পিএম

গাজী মাজহারুল আনোয়ার। ছবি: ভোরের কাগজ

রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত হবেন কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। এমন সিদ্ধান্তই জানিয়েছে তার পরিবার।
সোমবার (৫ সেপ্টেম্বর) বনানী কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।
তার ছেলে সারফরাজ আনোয়ার জানান, গাজী মাজহারুল আনোয়ারকে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।
সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পান গাজী মাজহারুল আনোয়ার।
পুত্রবধূ শাহানা মির্জা বলেন, ‘কয়েক দিন ধরে অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন গাজী মাজহারুল আনোয়ার। আমরা গতকাল তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাই। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। আজকে উনার আরও কিছু পরীক্ষা করার কথা ছিল। কিন্তু আজ সকালে তো তিনি চলে গেলেন।’
অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন তিনি। গীতি-কবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার; পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পান গাজী মাজহারুল আনোয়ার। এর আগে ২০০২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন তিনি।
তার লেখা কিছু কালজয়ী গান হলো—‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’।