সাইমনের সঙ্গে বুবলীর জুটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ এএম

সাইমন সাদি ও শবনম বুবলী



সাইমন সাদি ও শবনম বুবলী
‘চাদর’ সিনেমায় অভিনয় করবেন সাইমন সাদি ও শবনম বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাকির হোসেন রাজু। এই সিনেমার শুটিং শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।
জাকির হোসেন রাজু বলেন, ‘চাদর’ সিনেমায় নায়ক হিসেবে থাকবেন সাইমন সাদিক। তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। চাদর দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধবেন সাইমন-বুবলী।
রাজু বলেন, গল্প ও চরিত্র অনুযায়ী শিল্পী নেয়ার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সাইমন-বুবলীকে নেয়া। আশা করি, তাদের অভিনয় দক্ষতায় দর্শক তাদের প্রশংসা করবে।

সাইমন সাদিক বলেন, আমার ওস্তাদের ছবি। তার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। এখানে কাজ করাটা আমার জন্য সবসময়ই স্পেশাল। জাকির হোসেন রাজু স্যারের সিনেমা দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। ওনার পোড়ামন দিয়ে ক্যারিয়ারের সেরা হিট সিনেমাটি পেয়েছি। নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। আমি এ সিনেমায় আমার সেরাটা দিয়েই অভিনয় করব।
নায়িকা বুবলীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে পোড়ামন খ্যাত নায়ক বলেন, বুবলীর সঙ্গে প্রথমবার একক নায়ক হিসেবে কাজ করতে যাচ্ছি। আশা করছি, পর্দায় আমাদের কেমিস্ট্রি দর্শকের ভালো লাগবে।