সাত মাসের মেয়ের জন্য তিন দেহরক্ষী রাখলেন প্রিয়াঙ্কা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:৩৭ পিএম

ফাইল ছবি

সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততায়। কখনও এই দেশ তো কখনও ঐ দেশ। প্রিয়ঙ্কা চোপড়া বিশ্বের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কিন্তু দিনের শেষে তিনিও তো মা সন্তানের সঙ্গে সময় কাটাতে কার না ভাল লাগে। প্রিয়ঙ্কার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়।
রবিবার ছুটির দিন। ছুটির দিন মানেই পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে কার না ভাল লাগে। মেয়ের ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সঙ্গে ভাগ করলেন মেয়ের তিন দেহরক্ষীর ছবি।
শুধুই মা বাবার দেহরক্ষী থাকবে? তা কি কখনও হয়। ছোট্ট মালতীরও রয়েছে তেমনই দেহরক্ষী। তারা হল প্রিয়ঙ্কার তিন পোষ্য। ডায়ানা, জিনো, পান্ডা।
২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। চলতি বছরের ২২ জানুয়ারি মেয়ে মালতীর জন্মগ্রহণের মাধ্যমে মা-বাবা হন বলিউডের এই দম্পতি।
এই মুহূর্তে নায়িকা প্রিয়ঙ্কা চোপড়ার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। আপাতত শ্যুটিং শুরুর অপেক্ষা। সুত্র : আনন্দবাজার পত্রিকা।