ঈদের সময় ডায়েট নয়, প্রচুর খেতে হবে: বুবলী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৮:২০ এএম

শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলী নিয়মিত জিম করেন, ডায়েট মেনে চলেন। নায়িকাসুলভ ফিগার ধরে রাখতে নিয়ম-নীতির মধ্যেই চলতে হয় তাকে। কিন্তু ঈদের সময় এসব স্বাস্থ্য সচেতনতামূলক নিয়মকানুন মেনে চলতে নারাজ তিনি। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তায় জনপ্রিয় এই নায়িকা বলেছেন, ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন।
এছাড়া, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তিনি বলেন, আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবৎ কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনও আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধিনিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো।