আজ রাতেই দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘ব্যাচেলর কোরবানি’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০২:৫০ পিএম

ব্যাচেলর কোরবানি

ঈদের দিন রাতেই দেখা যাবে ‘ব্যাচেলর কোরবানি’ নাটক। ঈদ উপলক্ষে অন্যতম আকাঙ্ক্ষিত কনটেন্ট এই নাটক আজ রবিবার (১০ জুলাই) রাত নয়টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূরসহ অন্যরা।
ঈদের জন্য বিশেষভাবে নির্মিত এই নাটকের পর্বের শুটিংয়ে ৩৩ ঘণ্টা ব্যয় ও অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে ব্যাচেলর পয়েন্ট টিমকে। টানা ৩৩ ঘণ্টা শুটিং করেছিলেন তারা। যার কারণে হাবু ভাই তথা চাষী আলম কিছুটা অসুস্থও হয়ে পড়েছিলেন।
‘ব্যাচেলর কোরবানি’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে গত ৪ জুলাই। ইতোমধ্যে তাতে ২২ লাখের বেশি ভিউ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে ব্যাচেলরদের কোরবানি কাণ্ড দেখার অপেক্ষায় আছে। এর আগে ঈদুল ফিতরে ‘ব্যাচেলর রমাদান’ নাটক প্রকাশ হয়েছিল। ওই নাটকটি এখন পর্যন্ত দেখেছেন চার হাজার মানুষ।