প্রথমবার বাবা-ছেলে চরিত্রে মিঠুন ও দেব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৯:৩৫ এএম

‘প্রজাপতি’ ছবির শুটিংয়ের ফাঁকে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে দেব ও মিঠুন চক্রবর্তীর সেলফি। ছবি: সংগৃহীত


রাজনৈতিকভাবে ভিন্ন মেরুতে অবস্থান হলেও টলিউডে প্রথমবারের মতো বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে দুই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবকে। ‘প্রজাপতি’ ছবিতে তাদের এক ফ্রেমে দেখা যাবে। বছর দেড়েক আগে ছবির শুটিং শুরুর কথা থাকলেও মিঠুনের অসুস্থতার কারণে পিছিয়ে যায়।
অবশেষে মঙ্গলবার ছবিটির শুটিং শুরু হয়েছে। বৃষ্টিস্নাত দিনে ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরে তাদের শুটিং সম্পন্ন হয়। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে মিঠুনের আত্মজ হিসেবে ক্যামেরার সামনে ধরা দেবেন দেব। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে হিরোগিরি (২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত) কিংবা ডান্স রিয়েলিটি অনুষ্ঠানে দেব ও মিঠুনকে একসঙ্গে দেখেছেন দর্শকরা। তবে এখানেই চমকের শেষ নয়, ‘মৃগয়া’ ছবির ৪৬ বছর পর আবারও মিঠুনের সঙ্গে আবারও মমতা শঙ্করকে। এ প্রসঙ্গে মিঠুন বলেন, খুব সাবধানে আছি। মমতা, দেব, পরাণের মতো অভিনেতারা আছেন। কে যে কোনদিক দিয়ে গোল দিয়ে যাবে।
এই ছবিতে অভিনয়কে ঘিরে উচ্ছ্বাস দেখিয়ে অভিনেতা দেব বলেন, ছবিটির চিত্রনাট্য দেখেই বলেছিলাম এটা মিঠুনদার চরিত্র। তাকে প্রস্তাব দেয়া হলে এক কথাতেই রাজি হয়ে যান তিনি।