অস্কারমঞ্চে চড়ের জের! ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ উইল স্মিথের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১১:১৮ এএম

অস্কারের মঞ্চে উইল স্মিথ

অস্কারের মঞ্চে প্রকাশ্যে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনার জেরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে এবার পদত্যাগ করেছেন সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত উইল স্মিথ। শুক্রবার (১ এপ্রিল) তিনি নিজেই বিষয়টি জানান। এর ফলে এখন আর অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না তিনি। খবর বিবিসির।
পড়ুন : অস্কারের মঞ্চে উপস্থাপককে চড়, এবার মুখ খুললেন স্মিথের স্ত্রী
এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, ৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়। আমি যাদের আহত করেছি, তাদের তালিকা অনেক লম্বা। এর মধ্যে আছেন- ক্রিস, তার পরিবার, আমাদের অনেক বন্ধু ও ভালোবাসার মানুষ, অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিটি মানুষ এবং বিশ্বের অসংখ্য দর্শক।
পড়ুন : অস্কারে সেরা অভিনেতা উইল স্মিথ ও অভিনেত্রী জেসিকা
গত ২৯ মার্চ অস্কারের মঞ্চে স্ত্রীকে কটাক্ষ করে কৌতুক বলায় সোমবার উপস্থাপক ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। পরে তিনি অবশ্য ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনাও করেছিলেন।