সুবাহকে নির্যাতন: ইলিয়াসের জামিন শুনানি ২২ মার্চ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৩:২৬ পিএম

ইলিয়াস হোসাইন ও শাহ হুমায়রা হোসেন সুবাহ। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে যৌতুকের জন্য নির্যাতনের মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের জামিন শুনানির জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, এদিন ইলিয়াসের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী। আবেদনটি মঞ্জুর করে বিচারক জামিন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।
এর আগে গত ৩ জানুয়ারি বনানী থানায় গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। সুবাহ নাসিরের বান্ধবী হওয়ার কারণেও তিনি আলোচিত নাম।
এদিকে মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১ ডিসেম্বর বিয়ের সময় সুবাহর পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হননি। এতে তিনি সুবাহ'র কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। আড়াই লাখ টাকা দিয়ে বাকি টাকা না দেয়ায় সুবাহকে শারীরিক নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।