সেই কালো চশমাতেই শেষযাত্রা বাপ্পী লাহিড়ীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ পিএম




বৃহস্পতিবার মুম্বাইয়ের পবনহংস মহাশ্মশানে বাপ্পী লাহিড়ীর মুখাগ্নি করেন ছেলে বাপ্পা লাহিড়ী। ছবি: সংগৃহীত

বাপ্পী লাহিড়ীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা ভারত। মঙ্গলবার রাতেই প্রয়াত হয়েছেন ‘ডিস্কো কিং।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কাকডাকা ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাইয়ে ফেরেন বাপ্পি লাহিড়ির পুত্র, বাপ্পা।

শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি আগেই শুরু হয়েছিল। বাপ্পা ফেরার পর বাবার অন্তিম দর্শন সারেন। তারপর বাপ্পী লাহিড়ীর বাড়ি থেকে বার হয় সংগীত শিল্পীর পার্থিব শরীর। ছেলের কাঁধে চড়েই শেষবারের মতো বাড়ির বাইরে বের হন বাপ্পীদা।

এদিন বাপ্পী লাহিড়ীর দেহ আগলে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী। মরদেহের পিছনে চিৎকার করে ছুটতে দেখা যায় শোক বিহবল রিমাকে।
মুম্বাইয়ের পবনহংস মহাশ্মশানে এদিন বাপ্পি লাহিড়ির মুখাগ্নি করলেন তার ছেলে বাপ্পা লাহিড়ী। সুরের অজস্র মণিমুক্তো সম্পদ হিসেবে অনুরাগীদের কাছে গচ্ছিত রেখে পঞ্চভূতে লীন হলেন ডিস্কো কিং।

অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বিধ্বস্ত পুত্র বাপ্পা লাহিড়ী। হাজির ছিলেন মেয়ে রিমা লাহিড়ীও। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির বহু সদস্যই হাজির ছিলেন বাপ্পী লাহিড়ীর শেষকৃত্যে।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পী লাহিড়ী। শেষকৃত্য শেষে জোড় হাতে বাপ্পীদার পরিবার প্রয়াত সংগীত শিল্পীর আত্মার শান্তি কামনার আর্জি রাখেন। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।