‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী’র গ্র্যান্ড ফিনালে সোমবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ এএম

'বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২' এর গ্র্যান্ড ফিনালে উপলক্ষে নির্মিত পোস্টার।
‘বিশ্বরঙ’ সুদীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। ফ্যাশন হাউজটি এই ২৭ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে বাংলাদেশের মিডিয়া অঙ্গন। ‘বিশ্বরঙ’- এর আয়োজনে “২০-২০ কালারস্” এবং “শারদ সাজে ‘বিশ্বরঙ’- এর দিদি” প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা পাবেন। সেই ধারাবাহিকতায় ঋতুরাজ বসন্ত উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে “বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২” প্রতিযোগিতার।
‘বিশ্বরঙ’- এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, তাদের আয়োজিত বিগত সময়ের সকল প্রতিযোগিতার মতোই “বাসন্তী সুন্দরী ২০২২” প্রতিযোগিতাটি দেশব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হবে। তাই এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সোমবার (১৪ ফেব্রুয়ারি) আয়োজন করা হচ্ছে। র্যাম্প মডেলদের ক্যাটওয়াক, প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নৃত্য, জনপ্রিয় সেলিব্রেটিদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা প্রতিযোগিতার নানান পর্ব নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।