২.২.২২ এ বিয়ে করলেন সারিকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯ এএম


শীত মানেই বিয়ের ধুম। এবার বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।
এ মাসের ২ তারিখে (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহীর সঙ্গে গাঁটছাড়া বাঁধেন সারিকা। অভিনেত্রী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আপনারা ভালোবাসায় রাখবেন আমাদের। খুব দ্রুতই আবার কাজে ফিরবো। ইচ্ছে আছে, আগামী ১২ তারিখ থেকে ফেরার।’
সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন। অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ে তার প্রথম কাজ। এরপর প্রায় নিয়মিতই অভিনয় ও মডেলিং চালিয়ে গেছেন।