বাংলাদেশের ‘হৃতিক রোশান ফ্যান ক্লাব’ উদযাপন করলো প্রিয় তারকার ৫১তম জন্মদিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০১:১৯ এএম

হৃতিক রোশানের জন্মদিনে কেক কাটছেন বাংলাদেশের ভক্তরা। ছবি: ভোরের কাগজ
বলিউডের সুপারস্টার অভিনেতা হৃতিক রোশানের ভক্ত বিশ্বজুড়ে। শুক্রবার (১০ জানুয়ারি) তার ৫১তম জন্মদিন। পৃথিবীর অন্য প্রান্তের ভক্তদের মতো ‘হৃতিক রোশান ফ্যান ক্লাব বাংলাদেশ’ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করেছে দিনটি। বাংলাদেশে শাহরুখ খান এবং সালমান খানের থেকে সবচেয়ে বেশি ভক্ত হৃতিক রোশানেরই।
এবারের জন্মদিনটি বলা যায় ভক্তদের জন্য ভিন্ন। ২০২৫ সালের জানুয়ারি ভীষণ স্পেশাল হৃতিক রোশনের কাছে। অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেললেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১২টায় (১০ জানুয়ারি) ঢাকার একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজন করেন হৃতিক রোশান ফ্যান ক্লাব বাংলাদেশের ভক্তরা।
হৃতিক রোশান ফ্যান ক্লাব বাংলাদেশের ভক্তরা জানান, ২০০০ সালে ১৪ জানুয়ারি ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন হৃতিক রোশান। শুধু তাই নয়, ১০ জানুয়ারি ৫১ বছর বয়সে পদার্পণ করবেন অভিনেতা। সবমিলিয়ে এই জানুয়ারি ভীষণ স্পেশাল অভিনেতার কাছে।
হৃতিক রোশান ফ্যান ক্লাব বাংলাদেশের ভক্তরা আরো জানান, ২০০০ সালে হৃতিক রোশানের প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে ১০ জানুয়ারি সিনেমাটি আরো একবার মুক্তি পেল বড় পর্দায়। ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু অভিনেতার জন্মদিন ১০ তারিখ, তাই সেই দিনই সিনেমাটি পুনরায় বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি যখন মুক্তি পায় তখন হৃতিক রোশনের বয়স ছিল মাত্র ২৫ বছর, আমিশা প্যাটেলের বয়স ছিল ২৩ বছর। ১ কোটি বাজেট নিয়ে তৈরি হওয়া সিনেমাটি বিশ্বব্যাপী ৮০০ মিলিয়নের বেশি আয় করেছিল। রাকেশ রোশন প্রযোজিত এবং পরিচালিত সিনেমায় প্রথম বাবার হাত ধরেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক।
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমায় হৃতিক-আমিশা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, ফরিদা জালাল, সতীশ শাহ, মোহনিশ বেহল, দলীপ তাহিল, আশিস বিদ্যার্থী এবং ব্রজেশ হিরজি। তবে শুধু সিনেমার গল্প নয়, এর গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়।