×

শিক্ষা

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আতঙ্কে জাবি শিক্ষার্থীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আতঙ্কে জাবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

   

ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ওয়েলকাম নামক একটি বাসে সাভার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেইরি গেইট পর্যন্ত মাঝামাঝি রাস্তায় এই ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এসময় ডাকাতদের ছুরিকাঘাতে মো. শামীম হোসাইন নামে একযাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজধানীতে একটি বায়িং হাউজে কর্মরত বলে জানিয়েছেন তার পরিবার। 

ডাকাতি হওয়া বাসের পেছনের বাসে আসছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দ্বীপ। তিনি জানান, এই ঘটনা আমাদের জন্য খুবই এলার্মিং। এই রোডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। এখানে পূর্বে শোনা যেত, কেউ হেটে বা রিক্সায় গেলে তারা ছিনতাইয়ের শিকার হতো। এখন যদি একটা চলন্ত বাসে এই ঘটনা ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমি যদি এই বাসে থাকতাম তাহলে আমার আজ কি অবস্থা হতো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন আতঙ্ক বেড়ে গেছে। 

জাবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম ও ডা. মামুন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আহত অবস্থায় একজনকে মেডিকেল সেন্টার নিয়ে আসে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ দশ হাজার টাকা ও আইফোন নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয়।  পেটে আঘাতের চিহ্ন রয়েছে। রোগির নাম শামীম। বয়স ৩৫ এর কাছাকাছি। তার বাড়ি শ্রীপুরে।  

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান মাহবুব বলেন, শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে আনা হয়েছে, তার শরীরের বুকসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শামীম হোসাইন ছাড়াও বাসটিতে থাকা আরো কয়েকজন যাত্রী ডাকাতদের মারধরে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ডাকাতরা বাসে থাকা সব যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

হারুন অর রশিদ নামে বাসটিতে থাকা একজন যাত্রী বলেন, বাসটি ঢাকার দিক থেকে সাভারের নবীনগরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর বাসটিতে থাকা তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। প্রথমেই ডাকাতরা বাসের সামনের দিকের একটি সীটে বসে থাকা একজন যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে বাসে থাকা সকল যাত্রীর কাছ থেকে যাবতীয় টাকা পয়সা ও মালামাল লুট করে বাস থেকে নেমে যায়।

ওয়েলকাম পরিবহনের একজন প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, মূলত মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। বাসটিসহ এর চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অলোক কুমার দে বলেন, ডাকাতি না, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। মূলত সাভারের গেন্ডা এলাকা থেকে বাসে ছিনতাইকারীরা উঠেছিল এবং ছিনতাই শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ হল সংলগ্ন গেটের আগেই নেমে যায়। ঘটনাটি সাভার থানা এলাকার হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App