×

শিক্ষা

ঢাবিতে তিনদিনব্যাপী অ্যাকশনএইড ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

ঢাবিতে তিনদিনব্যাপী অ্যাকশনএইড ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

   

'Towards Bangladesh 2.0' এই স্লোগানে একশনএইডের সহযোগিতায় ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে চারদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে অ্যাকশনএইড ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতাটি গত ২২ নভেম্বর, ২৩ নভেম্বর ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৪ টি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ পর্যায়ে ১৬টি স্কুল ও কলেজ সহ মোট ৪০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চূড়ান্ত বিতর্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে (সরকার দল) হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে অস্ট ডিবেটিং ক্লাব (বিরোধী দল) এবং স্কুল-কলেজ পর্যায়ে ঢাকা শাহীন ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নত্ব অর্জন করে ভিকারুন্নিসা নুন ডিবেটিং ক্লাব।

সোমবার বিকেলে প্রতিযোগিতার শেষ দিনে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় আয়োজন পলিসি বিতর্ক। পলিসি বিতর্ক শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এসময় বিতর্কে বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি প্রতিযোগিতাটিকে সফল, সার্থক ও রঙিন করে তুলতে অবদান রাখা ব্যক্তিবর্গকে পুরস্কৃত করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদনান মোস্তারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর অধ্যাপক ড. সাঈফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আয়োজনের শুদ্ধতা, ব্যাপকতা ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করার পাশাপাশি আসছে দিনগুলোতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ও ক্ষেত্রবিশেষে বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর অধ্যাপক ড. শামীম রেজা। 

বক্তব্যে তিনি বিতর্ক প্রতিযোগিতায় ব্যাবস্থাপনার দায়িত্বে থাকা বিতার্কিক ও স্বেচ্ছাসেবীদের ব্যাবস্থাপনা ও বাস্তবিক জ্ঞানের ভূয়সী প্রশংশা করে সংঘর্ষ নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় তাদেরকে ভূমিকা রাখতে আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর যুক্তিনির্ভর সমাজ ও রাষ্ট্র বিনির্মানে বিতার্কিকদের অনুপ্রেরণা দেয়ার পাশাপাশি দুর্বৃত্তায়নের সংস্কৃতি রুখে দিতে আহবান জানান।

তিনদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতাটির মূল বিচারক পর্ষদে ছিলেন-অনিন্দ্য রহমান, জুনায়েদ মুফরাদ মৌসুম, রোমান উদ্দীন ও তাহমীদ আল মোদ্দাসসির চৌধুরি। এছাড়াও প্রতিযোগিতায় 'বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় মানসী বিশ্বাস। এই প্রতিযোগিতায় পর্যায়ক্রমে প্রথম রানার আপ থেকে চতুর্থ রানার আপ পর্যন্ত বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদানসহ নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App