৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম



করোনা মহামারীর মধ্যেই বিসিএসের ৪২তম বিশেষ এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৭ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে হবে।’
