বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো আল-আজহার বিশ্ববিদ্যালয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে আল-আজহার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব জানিয়েছেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেন্ড স্কলারশিপ ঘোষণা করবে।
আজারবাইজানের রাজধানী বাকু’র রিটজ কার্লটন হোটেলে কপ-২৯ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি অধ্যাপক ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেন্ড স্কলারশিপ ঘোষণা করার কথা জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূস গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান করেন।