গুচ্ছর চূড়ান্ত ভর্তি শুরু যেদিন থেকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৫ অক্টোবর)। আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো কোটাসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। তবে আগামী ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাবে।
সম্প্রতি গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে। ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
এতে আরো বলা হয়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি হওয়া শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।