প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি দিদারুল, মহাসচিব আব্দুল গফুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

ছবি: ভোরের কাগজ
মো. দিদারুল ইসলামকে সভাপতি ও এস এম আব্দুল গফুরকে মহাসচিব ঘোষণা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা হয়েছে। কমিটির প্রধাণ উপদেষ্টা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সামশুল আলম কমিটির ঘোষণা করেন।
আরো পড়ুন: ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের মহাসড়ক অবরোধ
এ বিষয়ে সামশুল আলম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রধান উপদেষ্টা করে এগার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি দিদারুল ইসলাম, মহাসচিব এস. এম. আব্দুল গফুর ও কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। এ কমিটির সদস্য ৭১ জন।
তিনি আরো বলেন, এখনো প্রাথমিক শিক্ষকরা মানবেতর জীবনযাপন করে। এই শিক্ষকদের প্রতিদিন টিফিন ভাতা মাত্র ৬ টাকা। একজন শিক্ষককে প্রতিদিন ৬ থেকে ৭ টি ক্লাস নিতে হয়। ৬ টাকা টিফিন ভাতা হাস্যকর ও আমাদের সঙ্গে পরিহাসের শামিল। আমরা শিক্ষকদের কল্যাণে এই কমিটি ঘোষণা করেছি।
এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক বাবলু, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম মহাসচিব মো. মতাহারুল ইসলাম, বাবু মৃগেন্দ্র মোহন সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক দপ্তর সম্পাদক।