জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নাগিব-রাকিব

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটিকে ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া আমার জন্য আনন্দের, কিন্তু একইসঙ্গে এটি বড় দায়িত্ব। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের জন্য একটি সফল প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, জবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। তরুণদের সঙ্গে নিয়ে লেখালেখির চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
আরো পড়ুন: শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। সংগঠনটি তরুণ লেখকদের লেখার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে আসছে।