×

শিক্ষা

ইবির উপাচার্য নিয়োগের খবরকে গুজব দাবি করেছে মন্ত্রণালয়

Icon

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১০:৩৯ পিএম

ইবির উপাচার্য নিয়োগের খবরকে গুজব দাবি করেছে মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে—এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল থেকে বিভিন্ন ফেসবুক পেইজ ও আইডি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এই তথ্য প্রকাশ করা হয়। তবে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন।

ড. নকিব নসরুল্লাহ নিজেও এই খবরের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কোনো চিঠি পাইনি। এ বিষয়ে কিছু জানিও না। এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও এই নিয়োগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন। শিক্ষার্থীরা দাবি করেন, আমরা বাইরের কাউকে আমাদের উপাচার্য হিসেবে চাই না। আন্দোলনের সময় যেসব শিক্ষকরা আমাদের বন্ধুদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, তাদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। যদি বাইরের কাউকে নিয়োগ দেয়া হয়, তবে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো।

প্রসঙ্গত, ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর গত ৮ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র প্রেরণ করেন। তার পদত্যাগের পর থেকে ইবির উপাচার্য পদটি শূন্য রয়েছে।

আরো পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মৃত্যু

শিক্ষার্থীদের দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নানা গুঞ্জন দেখা দিয়েছে। তবে মন্ত্রণালয়ের তরফ থেকে গুজবের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App