×

শিক্ষা

নিহত জবি শিক্ষার্থী তামিমের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম

নিহত জবি শিক্ষার্থী তামিমের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) গণিত বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. জি. এম আল-আমীন, সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ,  সহযোগী অধ্যাপক ড. ফারহানা রশিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুজ্জামান, মো. আশরাফুল ইসলাম, ফয়জুন্নেসা খন্দকার এবং সহকারী রেজিস্ট্রার মোশফেয়ারা খানম।

শিক্ষকরা আহসান হাবিব তামিমের পরিবারকে স্বান্তনা দেন এবং ধৈর্য্য ধরতে বলেন। পরিবারের যেকোনো প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তামিমের মা ও বাবা।

 কান্নাজড়িত কণ্ঠে ছেলের স্মৃতিচারণ করে তামিমের মা বলেন, রাত যায়, দিন যায়, আমি তামিম রে খুঁজে পাই না। বিশ বছর পাইলা বড় করছি, আজ আমার তামিম নেই। সবাই কে দেখি, কিন্তু আমার তামিম কে দেখিনা। 

এসময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তামিমের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, তামিমের অকালে চলে যাওয়া আমাদের ব্যথার কারণ। আমরা ক্লাসে অবশ্যই তামিমের শুন্যতা অনুভব করবো। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছি। আমরা জানি, একটা সন্তানকে বড় করতে কত কষ্ট করতে হয়! এছাড়া আমরা গতকাল ক্যাম্পাসে দোয়ার ব্যবস্থা করেছি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App