কোটা ইস্যুতে উত্তাল রাজশাহী, গ্রেপ্তার হলে আইনজীবীর খরচেই জামিন!

কাগজ প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

ছবি: ভোরের কাগজ
কোট সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষানগরী রাজশাহী।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টা থেকে নগরীর সাহেব বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এরইমধ্যে আন্দোলনে কোনো শিক্ষার্থী গ্রেপ্তার হলে তাদের নিজ খরচে জামিন করানোসহ প্রয়োজনীয় আইনগত সহায়তার ঘোষণা দিয়েছেন রাজশাহী বারের আইনজীবীরা।
জানা গেছে, কোটা সংস্কারে চলমান আন্দোলনে রাজশাহীর অন্তত ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী মাঠে নেমেছেন। দুপুর থেকে নগরীর জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন তারা। বেলা সাড়ে ৩টায় রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে সাহেব বাজার এলাকায় আসেন। বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে যোগ দেন তাদের সঙ্গে।
এসময় জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন তারা। এতে পুরো সড়ক বন্ধ হয়ে গেছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নগরীর বিনোদপুর, কাজলা এলাকা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব ও তার কয়েকজন অনুসারী। পৌনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তারা। এছাড়া অগ্নিসংযোগ করা হয় রাবির বঙ্গবন্ধু হলে। ভাঙচুর করা হয় ছাত্রলীগের মোটরসাইকেল। লাঠি, পাইপ ও জাতীয় পতাকা হাতে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শুনেছি। কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা জানি না। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আরো পড়ুন: হামলার প্রতিবাদে ঘুরে দাঁড়িয়েছে জাবি শিক্ষার্থীরা
আরো পড়ুন: কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা নিহত
এদিকে, চলমান আন্দোলনে রাজশাহীতে কেউ গ্রেপ্তার হলে বিনামূল্যে জামিন করানোসহ আইনী সহায়তার ঘোষণা দিয়েছেন এডভোকেট মো. হাসানুল বান্না সোহাগ, এডভোকেট মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট মো. মাসুদ রানা ও শিক্ষানবিশ আইনজীবী মো. মনোয়ার হোসেন খোকন। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের এক নম্বর নতুন বারের নিচতলা, তৃতীয় তলা, দুই নম্বর বারের নিচতলা ও পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ আইনজীবীদের চেম্বার।
তারা জানান, দেশজুড়ে চলমান এ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী জেলায় কোনো শিক্ষার্থী বা নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হলে বা আইনী সমস্যায় পড়লে তারা যোগাযোগ করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
শিক্ষানবিশ আইনজীবী মো. মনোয়ার হোসেন খোকন বলেন, কেউ গ্রেপ্তার হলে তার পরিবারের কাউকে লাগবে না, জামিনের সম্পূর্ণ দায়ভার আমাদের। প্রতিজনের পেছনে যা খরচ হবে, আমি নিজে ক্যারি করব। আর আমাদের সিনিয়র আইনজীবীরা ফ্রি মুভ করবেন।
এ বিষয়ে হাইকোর্ট ডিভিশনের আইনজীবী হাসানুল বান্না সোহাগ বলেন, আমরাও কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীদের যৌক্তিক এ দাবির আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। এ আন্দোলনে কেউ বিপদে পড়লে বা গ্রেপ্তার হলে রাজশাহীতে আমরা যেকোনো ধরণের আইনগত সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি।
রাজশাহীর তরুণ এ আইনজীবী আরো বলেন, আন্দোলনে অংশ নিয়ে যিনি বা যারা আটক হবেন কিংবা আইনগত কোনো জটিলতায় পড়বেন; আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সর্বোচ্চ সহায়তা দেব।