অবন্তিকার আত্মহত্যা
শুক্রবার কুমিল্লা যাচ্ছেন জবির তদন্ত কমিটি

জবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে শুক্রবার (২২ মার্চ) কুমিল্লায় যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন। তিনি বলেন, আমাদের গঠিত তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে বেশ কয়েকটি মিটিং করেছে। অধিকতার তদন্তের জন্য অবন্তিকার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে আমরা আগামীকাল কুমিল্লা যাবো।
আরো পড়ুন: শিক্ষক ইমন সাময়িক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি
অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হবে। তবে আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি না। আমরা আপাতত প্রাথমিক ডাটা সংগ্রহ করছি। প্রাথমিক ডাটা সংগ্রহের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত দুইজনের সঙ্গে কথা বলব।