নজরুল বিতর্ক অঙ্গনের ব্যতিক্রমী আয়োজন 'ঈদ আনন্দ'

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৫:৪১ পিএম

ঈদ আনন্দ/ছবি: সংগ্রহীত।
‘মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল’ এই স্লোগানকে সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব 'নজরুল বিতর্ক অঙ্গন' এর ঈদ পরবর্তী এক ব্যতিক্রমী আয়োজন ‘ঈদ আনন্দ’। আগামী বুধবার (১৯ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে জিল্লুর রহমান অভ্র-এর সঞ্চলনায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির মিডিয়া পর্টনার হিসেবে থাকছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি- কনকসাস।
'নজরুল বিতর্ক অঙ্গন' এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, মেধা বিকাশ ও ২১ শতকের দক্ষতা উন্নয়নে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ও তার বাহিরে অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর কার্যক্রম দীর্ঘ সময় থেকে অব্যাহত আছে। করোনা সংকটে অনলাইন কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও নানাবিধ সমস্যা এবং ভবিষ্যৎ এর কর্ম পরিকল্পনা নিয়ে ক্লাব সংস্কৃতির ইতিহাসে প্রথম কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব 'নজরুল বিতর্ক অঙ্গন' ৬টি এক্টিভ ও প্রথমসারির সংগঠন নিয়ে শিক্ষার্থীদের কাছে পৌছাবে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন, কবি নজরুল সরকারি কলেজ শাখার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ক্যাডেট আন্ডার অফিসার এইচ.এম.বাকী-বিল্লাহ। আরো থাকবেন, কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের এডমিন মো. আবু বকর সিদ্দিক, কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার ম্যাট সোহান আল মামুন এবং বাংলা সাহিত্য পরিবার অন্যতম সদস্য যোবায়ের মিয়া।