শেকৃবি শিক্ষার্থীদের ৭০০ কম্বল বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭ পিএম


উত্তরবঙ্গের নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় সাত শত কম্বল বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ। গত বুধবার নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় এই কম্বল বিতরণ করেন শিক্ষার্থীরা। জানা যায়,বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মানবিক কাজে।
নীলফামারীর সদর উপজেলার গোড়্গ্রামে ২৬০ টি ও একই জেলার ডিমলা উপজেলায় ৩১০ টি কম্বল এবং গাইবান্ধা জেলার সদর উপজেলার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ১৫০ টি কম্বল বিতরণ করে শিক্ষার্থীরা।
