সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানে ভর্তির ফল প্রকাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০২:২৬ পিএম

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় এবার ১৯ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৬ হাজার ৭৬৫ জন। এরমধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। গত ১৬ জুন শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রবেশ করে জানা যাবে।
প্রকাশিত ফলাফল কোনো শিক্ষার্থী পুন:নিরীক্ষায় আগ্রহী হলে ৩ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ এক হাজার টাকা ফি সহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে।
ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।
পুন:নিরীক্ষার ফলাফল আগামী ১৩ জুলাই https://collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইটে লগইন করে জানা যাবে।
ভর্তিচ্ছুক উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামী ১১ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ঐ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোন প্রার্থী বিষয়-মনোনয়ন পাবে না।
কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে ১১ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং যথাযথভাবে পূরণ করে ফরমে উল্লেখিত কাগজপত্র ও বিষয় পছন্দ ফরমসহ অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে উল্লেখিত তারিখের মধ্যে জমা দিতে হবে।