×

শিক্ষা

বেসরকারি মেডিকেলে নতুন ভর্তির প্রক্রিয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

   

বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বেসরকারি মেডিকেলে আবেদনের ক্ষেত্রে এক হাজার টাকা করে ফি নেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা। আবার ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চিকিৎসা শিক্ষা অধিদপ্তর থেকে হঠাৎ নিয়ম পরিবর্তন করে ৩৫ হাজার শিক্ষার্থীর ভর্তির সুযোগ দেয়া হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়ার।

এদিকে, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে জীববিজ্ঞানে হঠাৎ করে এককভাবে ন্যূনতম জিপিএ বাড়িয়ে ৪.০০ করা হয়েছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে ভারত, নেপাল থেকে শিক্ষার্থী না আসার। এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস জিপিএর হার আগের মতো ৩.৫০ রাখার দাবি জানিয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাষ্য, আবেদনের অটোমেশন প্রক্রিয়ার বিষয়টি পরিষ্কার নয়। যেমন- কোনো বেসরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনের বিপরীতে যদি দুই হাজার শিক্ষার্থী আবেদন করেন, তাহলে বাকি এক হাজার ৮৫০ জন শিক্ষার্থীর কী হবে? এটা স্পষ্ট নয়।

এছাড়া, কলেজগুলো গ্রেডভিত্তিকও করা হয়নি। যেমন- ‘এ’ গ্রেডের প্রথম পছন্দের কোনো কলেজে কেউ না এলে, একই গ্রেডের দ্বিতীয় পছন্দের কলেজে ভর্তি হবে; এমন ঘোষণা বা ভিন্ন নতুন কোনো পদ্ধতির কথা জানানো হয়নি। এমনকি ভর্তির ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা অধিদপ্তর থেকে নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলেও এ নিয়ে হয়নি কোনো নীতিমালা।

সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, সরকার এ সমস্যা সমাধানে আন্তরিক হবে। ভর্তির ক্ষেত্রে বহাল রাখা হবে আগের নিয়ম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App