নোবিপ্রবিতে কালচারাল ফুড উৎসব অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৮:২৪ পিএম

ছবি: মো. সুমন মিয়া, নোবিপ্রবি

ছবি: মো. সুমন মিয়া, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে কালচারাল ফুড উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_416367" align="alignnone" width="1404"]
জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শীলামণি হাফসার তত্বাবধানে কালচারাল ট্যুরিজম কোর্সের অংশ হিসেবে বিভাগটির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এ আয়োজন করেন। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সকল খাবার দিয়ে সাজানো হয় স্টল। যেখানে পরিবেশন করা হয় ৭০ এর অধিক বাহারি খাবার।
এ সময় স্টলগুলোতে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথমবারের মতো বিভাগটির এ আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।