পরীক্ষা কেন্দ্রে মোবাইল, দুই শিক্ষক বহিষ্কার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাইকোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি বিজ্ঞান) মো. আবুল হাসান ও উত্তরসেন গ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মো. মাসুর রানা তাদের পকেটে মোবাইল ফোন থাকার বিষয়টি অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় মোবাইল দুটি উদ্ধার করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে কেন্দ্র হতে দুই বছরের জন্য বহিষ্কার করেন।
চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।