তাল্লু স্পিনিং মিলসের লোকসান বেড়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪০ পিএম

চলতি বছরের জুলাই-ডিসেম্বর শেষে বস্ত্র খাতের তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলসের লোকসান বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ শেষে দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৬১ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.৪৩ টাকা। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ০.১৮ টাকা।
এ সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা (নেগেটিভ)। আগের বছর একই সময় কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছিল ০.৬২ টাকা (নেগেটিভ)। ৩১ ডিসেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৪৯ টাকা।
দ্বিতীয় প্রান্তিকের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর’১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩২ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.২৩ টাকা।
উল্লেখ্য, ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মূলধন ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করায় বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির আওতাভুক্ত রয়েছে। বুধবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ১১.৯০ টাকা।