গাড়ি আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক বুধবার (২ জানুয়ারি) একটি নতুন সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ঋণপত্রে (এলসি) নগদ মার্জিনের শর্ত শিথিল করা হয়। এই নির্দেশনা অনুসারে, এসব গাড়ির আমদানিতে আগে যে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশনা ছিল, তা এখন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শিথিল করা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ের দিক থেকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এটি দেশের বায়ু গুণমান উন্নয়ন এবং কার্বণ নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ছাড়া অন্যান্য গাড়ির (যেমন সেডান, এসইউভি, এমপিভি ইত্যাদি) আমদানিতে ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। এই নতুন নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাস্তবায়িত হবে। সার্কুলারটি এখন দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এই নতুন পদক্ষেপটি দেশের অর্থনীতি ও পরিবেশের উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের কারণে বায়ু দূষণ ও যানজটের সমস্যার সমাধানে।