২ সপ্তাহে স্বর্ণের দাম সর্বোচ্চ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে স্তরে উঠেছে গুরুত্বপূর্ণ ধাতুটির দর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ইস্যুতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চলতি মাসেই সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় স্বর্ণের মূল্য চড়া হয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৬৭৮ ডলার ২১ সেন্টে।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৭০০ ডলার ৮০ সেন্টে।
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকম্যান ওতুনুগা বলেন, গত শুক্রবার মার্কিন মুলুকে চাকরির উপাত্ত প্রকাশিত হয়েছে। সেটা বেশ ইতিবাচক রয়েছে। ফলে চলমাস ডিসেম্বরে ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে স্বর্ণের দরে ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, তাছাড়া দীর্ঘ ৬ মাস বিরতির পর পুনরায় স্বর্ণ কেনা শুরু করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবান ধাতুটির দাম ওঠার নেপথ্য কারণ এটিও।
ব্যবসায়ীরা ধারণা করছেন, আগামী সপ্তাহে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে ফেড। এই মুহূর্তে সেই সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ। গত সপ্তাগে যা ছিল ৭৩ শতাংশ।