×

অর্থনীতি

ভারতীয় চিনি বাংলাদেশে বিক্রি করছে পাকিস্তান, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

ভারতীয় চিনি বাংলাদেশে বিক্রি করছে পাকিস্তান, যা জানা গেলো

ছবি : সংগৃহীত

   

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গত ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবি ছড়ানো হচ্ছে, যেমন- (১) গত অর্থবছরে ভারত থেকে ৫ লাখ টন চিনি কিনেছে পাকিস্তান, সেই চিনি থেকেই ২৫ হাজার টন বাংলাদেশ কিনছে, (২) ২০২৪ সালের আগস্ট মাসেই কেবল ভারত থেকে ৩.৫৬ মিলিয়ন ডলারের চিনি আমদানি করেছে পাকিস্তান এবং সেই পাকিস্তান থেকে বাংলাদেশ এখন বেশি দামে চিনি আমদানি করছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব দাবিগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

প্রথম দাবির যাচাই: প্রথম দাবিটি হলো, গত অর্থবছরে পাকিস্তান ভারত থেকে ৫ লাখ টন চিনি আমদানি করেছে এবং সেই চিনি থেকেই ২৫ হাজার টন চিনি বাংলাদেশ কিনছে। এই দাবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে ৫ ডিসেম্বর, যখন হযরত এম হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। দাবিটির পক্ষে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ভারতীয় ম্যাগাজিন দ্য উইক থেকে দুটি প্রতিবেদন সূত্র হিসেবে উল্লেখ করা হয়। তবে এই প্রতিবেদন দুটি ২০২১ সালের ৩১ মার্চ প্রকাশিত হয়েছিল এবং সেগুলোর তথ্য ছিল পাকিস্তান সরকারের ভারত থেকে চিনি আমদানির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে।

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের ২৪ মার্চ ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে পাকিস্তান সরকার ভারত থেকে চিনি আমদানি করার সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিনের মধ্যে বিরোধী পক্ষের তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ফলে, গত অর্থবছরে পাকিস্তান ভারত থেকে ৫ লাখ টন চিনি কিনেছে এবং তারপর সেই চিনি থেকে বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনছে—এমন দাবি ভিত্তিহীন, কারণ পাকিস্তান ভারত থেকে চিনি আমদানি করার সিদ্ধান্তই বাতিল করেছিল। অতএব, এই তথ্য ভুল এবং বিভ্রান্তিকর।


দ্বিতীয় দাবির যাচাই: দ্বিতীয় দাবিটি হচ্ছে, ২০২২ সালে পাকিস্তান ভারত থেকে প্রায় ২১৯ মিলিয়ন মেট্রিক টন চিনি আমদানি করেছে এবং ২০২৪ সালের আগস্টে ভারত থেকে ৩.৫৬ মিলিয়ন ডলার মূল্যের চিনি আমদানি করেছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তান ২০২২ সালে ৫.৬৯ মিলিয়ন ডলার মূল্যের চিনি রপ্তানি করেছে। চিনি রপ্তানির তালিকায় পাকিস্তানের অবস্থান ছিল ৮৯তম। পাকিস্তান ২০২২ সালে চিনি রপ্তানি করেছে উজবেকিস্তান, চীন, কাজাখস্তান, যুক্তরাজ্য এবং জার্মানিতে।

এদিকে, ২০২২ সালে পাকিস্তান ২৪৭ মিলিয়ন ডলার মূল্যের চিনি আমদানি করেছে, যার মধ্যে ২১৯ মিলিয়ন ডলার মূল্যের চিনি ভারত থেকে এসেছে। তবে, ২০২৪ সালের আগস্টে ভারত থেকে পাকিস্তান ৩.৫৬ মিলিয়ন ডলারের চিনি আমদানি করেছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের চিনি রপ্তানি নিষেধাজ্ঞা: ভারতের চিনি রপ্তানির ওপর ২০২2 সালের জুন মাসে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা বর্তমানে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল। এর পরেও ২০২৩ সালে ভারত চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে এবং এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তা বহাল থাকবে। তাই, পাকিস্তান ভারতের চিনি আমদানি করার দাবিটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কারণ ভারত এখনো চিনি রপ্তানি করতে পারছে না, বিশেষ করে যেসব দেশ ভারতীয় সরকারের অনুমতি ছাড়া চিনি আমদানি করতে পারবে, তাদের মধ্যে পাকিস্তান নেই।

পাকিস্তান থেকে চিনি রপ্তানি: এছাড়া, দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান এই বছর প্রায় ৬ লাখ টন চিনি বিক্রির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন চিনি মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠানো হবে, এবং পাকিস্তান থাইল্যান্ড থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তান চিনি রপ্তানি থেকে ৪০০-৫০০ মিলিয়ন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দাবিগুলো ভিত্তিহীন এবং মিথ্যা। পাকিস্তান থেকে বাংলাদেশ চিনি আমদানি করছে, তবে সেই চিনি ভারতীয় নয়, পাকিস্তানে উৎপাদিত বা অন্যান্য দেশ থেকে কেনা। অতএব, ভারত থেকে চিনি আমদানি করে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে—এমন দাবি সঠিক নয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App