রাজধানীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সোমবার (২৫ নভেম্বর) এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
আরো পড়ুন: স্বর্ণের দাম কমলো, কবে থেকে কার্যকর
উল্লেখ্য, আজ (সোমবার) দেশের ৪২টি জেলায় অধিদপ্তরের ৫৭টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।