ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরো বলেন, দেশে পণ্যের ঘাটতি নেই, তবে ডিও (ডেলিভারি অর্ডার) এবং এসও (সাপ্লাই অর্ডার) ব্যবস্থার কারণে বাজারে দাম বাড়ছে। তিনি জানান, বাজারে বিদ্যমান লেনদেন পদ্ধতির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের লেনদেনে স্বচ্ছতা আনতে হবে।
রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে সেখ বশির উদ্দীন বলেন, রমজান মাস খুব দূরে নয়—ঠিক ১০০ দিন বাকি। রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং কিছু পণ্যের শুল্কও কমানো হয়েছে। এখন ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়াতে হবে।
এ সময় খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, বাজারে বিদ্যমান ডিও ও এসও প্রথা পুরোপুরি বাতিল করা সম্ভব নয়, তবে পণ্যের সরবরাহ তারিখ নিশ্চিত করা উচিত। এসব বিষয় নজরদারির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই মাসে চট্টগ্রামে ৪০০’রও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে ব্যবসায়ীদের কাছ থেকে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বক্তব্য দেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।