×

অর্থনীতি

আবার স্বর্ণের দাম বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

আবার স্বর্ণের দাম বাড়ল

ছবি : সংগৃহীত

   

গত সপ্তাহে বড় ধরনের পতনের পর স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। ডলারের দাম কিছুটা কমার কারণে মার্কিন ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যের জন্য বাজার অপেক্ষা করছে। বিশেষ করে সুদের হার নিয়ে নতুন কোনো ইঙ্গিত পাওয়ার জন্য।

সোমবার (১৮ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিনএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে জানা গেছে, এদিন স্পট গোল্ড ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫শ ৯৩ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছিল। একই দিনে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ৫শ ৯৭ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে।

ডলারের দাম গত সপ্তাহে ১ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। তবে বর্তমানে তা স্থির হয়েছে। ডলার দুর্বল হলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়ে যায়।

আইজি মার্কেট স্ট্র্যাটেজিস্ট ইয়্যাপ জুন রং বলেন, স্বর্ণের দাম কিছুটা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বর্ণের বাজারে সাম্প্রতিক বড় বিক্রির পর কিছুটা স্বাভাবিক হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ডলারের কিছুটা দুর্বলতা কারণে স্বর্ণের দাম বেড়েছে।

তিনি বলেন, ডিসেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের পক্ষ থেকে কম দমনমূলক বক্তব্য আশা করা যাচ্ছে। কারণ তারা জানুয়ারিতে সুদের হার বজায় রাখার সম্ভাবনা তৈরি করতে পারেন। এই পরিস্থিতি সোনার বাজারে কিছু অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে।

এ সপ্তাহে কমপক্ষে সাতজন ফেড কর্মকর্তার বক্তব্য শোনা যাবে। গত সপ্তাহে মার্কিন অর্থনৈতিক তথ্য ও মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনার পর, বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে সুদের হার কমানোর আশা কিছুটা কমিয়ে ফেলেছে। শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, অক্টোবর মাসে মার্কিন খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে।

তবে উচ্চ সুদের হার স্বর্ণের মতো অ-মুনাফা দানকারী ধাতু ধারণ করার আগ্রহ কমিয়ে দেয়। যার ফলে স্বর্ণের দাম আরো চাপের মধ্যে পড়তে পারে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে আমেরিকান অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার খবরটি আন্তর্জাতিক বাজারে শোরগোল ফেলেছে। ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে সাহায্য করার এই পদক্ষেপে ওয়াশিংটনের নীতি পরিবর্তন দেখা যাচ্ছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বৃদ্ধি পেয়েছে। স্পট সিলভার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৫৩ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। প্ল্যাটিনাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৪৮ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৬২ দশমিক ৪৪ ডলার প্রতি আউন্সে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App