বিএডিসির শত কোটি টাকার সার সরবরাহে বাধা দেয়ার অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত
বিএডিসির আমদানি করা প্রায় শত কোটি টাকার নন ইউরিয়া সার পড়ে আছে খুলনা নগরীতে এজাক্স জুট মিল ঘাটে। একটি চক্র সরবরাহ না করে এই সার আটকে রেখে দেশে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। তিন মাস ধরে পড়ে থাকা এই সার খালাসে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যানের কাছে আমদানিকারক ঠিকাদারদের দেয়া চিঠির মাধ্যমে জানা গেছে, বিএডিসি’র নিয়োগকৃত ঠিকাদার এজেন্টদের মাধ্যমে বিগত দিনে খুলনার শিরোমনি এলাকার এজাক্স জুট মিল ঘাটে বিভিন্ন ধরণের সার ডাম্পিং করা হয়ে থাকে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিএডিসির গুদামে ওই সার সরবরাহ করা হতো। কিন্তু সরকারের পট পরিবর্তনের পর গত ৮ আগস্ট থেকে শিরোমনির ওই ঘাট থেকে সার বিএডিসি’র গোডাউনে সরবরাহ করা যাচ্ছে না।
কাওছার জামান বাবলা নামে এক ব্যক্তি এজাক্স জুট মিল ঘাটের মালিক দাবি করে ড্যাম্পিং করা সার পরিবহনে বাধা দিচ্ছেন। এমনকি বিএডিসির সরকারি সার গোপনে বিক্রি করারও হুমকিও দিয়ে আসছে। যার ধারাবাহিকতায় গত ১ নভেম্বর বিএডিসির ঠিকাদারদের সিকিউরিটি প্রতিনিধিকে ঘাটে ঢুকতে দেয়া হয়নি।
আরো পড়ুন: মুড়িকাটা পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ঘাটটিতে আমদানিকারক ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় ২২ হাজার ৪৬৩ দশমিক ৪ মেট্টিক টন টিএসপি ও ডিএপি সার মজুদ রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় একশত কোটি টাকা। চিঠিতে এই বাধা দূর করে সার খালাস বা সরবরাহ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিএডিসি থেকে ডাম্পিং করা সার সরবরাহে ২২ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর খুলনার জেলা প্রশাসক এবং খান জাহান আলী থানার ওসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়।
কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, শুরু হওয়া রবি ও বোরো মৌসুমে সারের মোট চাহিদা ৬৯ লাখ মেট্টিক টনের মধ্যে প্রায় ৭০ শতাংশ প্রয়োজন হয়। কিন্তু ২২ হাজার টন সার পড়ে থাকায় ঘাটতি দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে বিএডিসি সচিব ড. কে এম মামুন উজ্জামান বলেন, আমদানিকারক ঠিকাদার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে সার সরবরাহ নিশ্চিত করতে খুলনার জেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।