'কৃষিপণ্য স্পেশাল' ট্রেন বন্ধ ঘোষণা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও ছিল শঙ্কা। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে গত ২৬ অক্টোবর আনুষ্ঠানিক বিশেষ ট্রেন ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করেছিল বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২ নভেম্বর) দ্বিতীয় দিনই রহনপুর থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
চাষি ও ব্যবসায়ীরা বলছেন, রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য পরিবহনের জন্য কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ টাকা ৩০ পয়সা। প্রতি কেজি পণ্য ট্রেনে পরিবহন করতে ভাড়ার পাশাপাশি কুলি, মাঠ থেকে স্টেশন ও স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহন খরচ পড়ে যাচ্ছিল কেজি প্রতি ২ টাকা থেকে ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে পণ্য পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই-আড়াই টাকা। ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও ছিল শঙ্কা।
এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়সহ নানা কারণে সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা ছিল। এছাড়াও চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেন ট্রেনে কৃষিপণ্য পরিবহনের বড় ঝামেলা কুলি বহন খরচ এখানে স্বাভাবিক নিলেও ঢাকায় কুলি বহনের খরচ বেশি নেয়। এসব ঝামেলা নিয়ে আমরা ট্রেনে কৃষিপণ্য পরিবহন করিনি।
আরো পড়ুন : চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার
রহনপুর রেলওয়ের স্টেশন সহকারী মাস্টার জুনায়েদ আল মামুন জানান, রহনপুর রেল স্টেশন থেকে গত ২৬ অক্টোবর বিশেষ ট্রেন কৃষিপণ্য স্পেশাল ট্রেন যাত্রা শুরু করেছিল। এতে একটি শীতাতপসহ মোট পাঁচটি লাগেজ ভ্যান ছিল। প্রতি কেজি পণ্য ঢাকায় পরিবহন করতে ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।
গত ২৬ অক্টোবর কৃষিপণ্য ছড়াই কৃষি স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করেছিল। রহনপুর থেকে ঢাকার দূরত্ব হয় ৩৪৬ কিলোমিটার, ট্রেনটি পরিবহন খরচ হয় ৮ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা প্রথম দিন পথিমধ্যে বুকিং হয়েছিল ডিমের খালি খাঁচা মাত্র ১৫০ কেজি যার বুকিং ৩৬০ টাকা। প্রথম দিনই ট্রেনটির লোকসান হয়েছিল ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা।
তবে চাষি ও ব্যবসায়ীরা কৃষিপণ্য পরিবহন না করায় বিশেষ ট্রেন কৃষিপণ্য স্পেশাল ট্রেন দ্বিতীয় দিনেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।