×

অর্থনীতি

সব ধরনের সবজিতে স্বস্তি, শাকে একটু ঝাঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

সব ধরনের সবজিতে স্বস্তি, শাকে একটু ঝাঁজ

ছবি: সংগৃহীত

   

সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। চলতি মাসের শুরুর তুলনায় শেষ সময়ে প্রতিটি সবজির দাম কমপক্ষে ২০-৪০ টাকা কমেছে। এর মধ্যে দামে সেঞ্চুরি হাঁকানো অধিকাংশ সবজিই ৬০-৮০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতে আগাম সবজির সরবরাহ বেশ ভালো। আর মৌসুম শুরু হলে এসব সবজির পরিমাণ আরো বাড়বে। তাই সামনের মাসেই সবজির দাম আরো কমবে। তবে চড়া দাম শীত মৌসুমের বিভিন্ন শাকের।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সরেজমিন দেখা যায়, সবজির দোকানগুলোতে ফুলকপি, পাতাকপি, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটোল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শসহ অন্যান্য সবজি সাজিয়ে রাখা হয়েছে।

এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৬০-৭০ টাকা এবং লাউ প্রতিটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৪৫ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, শিম ১৫০-১৬০, উসতে ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৭০-৯০ টাকা, পটল ৭০ টাকা,

মিষ্টিকুমড়া ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা এবং টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই বাজারের সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, আগের তুলনায় প্রতিটি সবজিই ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে। আগে বৃষ্টি-বন্যার কারণে বাজারে সবজির ঘাটতি ছিল। এখন আর তেমনটি নেই। শীতের আগাম সবজি অনেক উঠেছে। তাই দামও কমে এসেছে। আগামী সপ্তাহে আরো বেশি সবজি আসবে। তখন হয়তো দাম আরো কমে আসবে।

শাহ আলম নামে আরেক বিক্রেতা বলেন, কাঁচা মরিচের দামই প্রায় ৪০০ টাকার কাছাকাছি পৌঁছেছিল। এখন মানভেদে ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম তো কমেছেই। শীতের মৌসুমে সবজির সরবরাহ থাকে প্রচুর তাই দামও কম থাকে। আর এখন মানুষজন আগাম অনেক সবজি করছে। যার কারণে এখন আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

তবে শীতকালীন বিভিন্ন আগাম শাকের দাম অনেক চড়া। প্রতি আঁটি লাউশাক ৫০-৬০ টাকা, পালং শাক ৩০-৩৫ টাকা, লাল শাক ২০-২৫ টাকা, কলমি শাক ৫০ টাকা, কচু শাক ৪০-৪৫ টাকা এবং মুলা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App