কৃষিপণ্য ছাড়াই ‘স্পেশাল ট্রেন’ দিনাজপুর থেকে ফিরে এলো ঢাকায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম

কৃষিপণ্য ছাড়াই ‘স্পেশাল ট্রেন’ দিনাজপুর থেকে ফিরে এলো ঢাকায়। ছবি: সংগৃহীত
স্বল্প ভাড়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষিপণ্য ঢাকায় পরিবহনের সুবিধার্থে কৃষি পণ্য স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। কিন্তু কোনো পণ্য ছাড়াই দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। উত্তরাঞ্চলের সবজির বাজারের পরিধি বাড়াতে বিশেষ এ ট্রেন সার্ভিসের চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথমে গত মঙ্গলবার খুলনা-যশোর-দর্শনা হয়ে একটি কৃষিপণ্য স্পেশাল ঢাকায় আসে। যাতে নামমাত্র পণ্য ছিল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে কিছুটা দেরিতে দিনাজপুর স্টেশনে পৌঁছায় কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। যা ১০টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে সকাল ৭টায় বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
আরো পড়ুন: ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণনে নতুন নির্দেশনা
স্টেশন সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি।
এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেবার জন্য কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতি বৃহস্পতিবার এ বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে যা ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথমদিনে কোনো কৃষকের সাড়া পাওয়া যায়নি। আশা করছি, আগামী বৃহস্পতিবার থেকে কৃষকরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি এ বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় নেবেন। সবজি ছাড়াও এ বিশেষ ট্রেনে ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে, যেখানে দুধ বা মাংস জাতীয় পণ্যও ছাড়াই পরিবহন করতে পারবেন।
কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির দিনাজপুর, জয়পুরহাট ও গাজীপুর হয়ে বিভিন্ন স্টেশনে থেমে রাত সোয়া ১০টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।