×

অর্থনীতি

সব সবজির দামে সেঞ্চুরি, ক্রেতাদের নাভিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম

সব সবজির দামে সেঞ্চুরি, ক্রেতাদের নাভিশ্বাস

ছবি: সংগৃহীত

   

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। পেঁপে ছাড়া কোনো সবজির দাম ১০০ টাকার নিচে নেই। এমন পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বাধ্য হয়ে অনেক ক্রেতাই কেজির বদলে ২৫০ কিংবা ৫০০ গ্রাম ওজনে সবজি কিনতে শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে শিম, টমেটো, বেগুনসহ সবধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। এর মধ্যে প্রতি কেজি শিম ৩০০ টাকা, টমেটো ২৮০ টাকা এবং বেগুন জাতভেদে ১৬০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যেও চিচিঙ্গা, পটল, ঝিঙে, কচুর লতি, করলা, পটল—সবকিছুই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। সরবরাহ বাড়ায় গত কয়েক দিনের তুলনায় দাম কেজিতে ১০০ টাকা কমে এখন ২৬০ টাকায় নেমেছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি এবং উত্তরবঙ্গের বন্যার কারণে সবজির সরবরাহে সংকট দেখা দিয়েছে। এতে বাজারে সবজির দাম লাগামছাড়া হয়ে গেছে। উত্তরা বাজারের এক বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। তবে বৃষ্টি কমলে দাম কমতে পারে।’

অন্যদিকে, ক্রেতাদের মধ্যে চাপা ক্ষোভও দেখা যাচ্ছে। এক ক্রেতা রুবিনা ইসলাম বলেন, ‘দুই-তিনটি সবজি কিনতেই ৫০০ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। বাকি বাজার কীভাবে করব তা বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়ানোর পাশাপাশি বন্যা-বৃষ্টির কারণে সবজি সরবরাহে সমস্যা হলে তা আগাম সমাধান করার উদ্যোগ নেয়া উচিত।’

আরেক ক্রেতা এনামুল হাসান জানান, ‘২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতেই ৮০ টাকা লেগেছে। অন্যান্য সবজির দামও এমন চড়া যে ১০০ টাকার নিচে কিছু নেই। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়বে।’

অন্যদিকে, টিসিবির তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী। দেশি পেঁয়াজ ১০৫-১১৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৯৫-১০৫ টাকা, দেশি রসুন ২১০-২২০ টাকা এবং আমদানি করা আদা কেজিপ্রতি ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন: ঢাকা দক্ষিণ সিটির টাকা ‘তাপসের ব্যাংকে’ জমা

সব মিলিয়ে বাজারের এই অস্বাভাবিক দামে সাধারণ ক্রেতারা ক্রমশ নাভিশ্বাস উঠছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App