×

অর্থনীতি

সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

   

করোনা মহামারীর পর বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, দেশের ৮ ব্যাংক থেকে ৩৯ হাজার ৮৯৭ কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। শুধু জনতা ব্যাংক থেকেই হাতিয়েছেন ২৫ হাজার কোটি টাকা। এর মধ্যে করোনার পর নেয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা।

২০১৯ সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা পদে নিয়োগ পান বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্নধার সালমান এফ রহমান। এরপর আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই সঙ্গে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগ পর্যন্ত নামে–বেনামে একাধিক ব্যাংক থেকে ঋণের নামে অর্থ তুলে নেন সালমান এফ রহমান।

নিয়মের মধ্যে বেশি ঋণ নেয়ার সুযোগ না থাকায় অন্যদের নামে একাধিক প্রতিষ্ঠান তৈরি করেন  তিনি। পাশাপাশি নিত্যনতুন বিনিয়োগ পণ্য চালু করে ব্যাংকের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকেও টাকা তুলে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  (বিএসইসি) একাধিক নিয়ম শিথিল করে সালমান এফ রহমানকে এভাবে অর্থ নিতে সহায়তা করেছে।

আইএফআইসি, ন্যাশনাল, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকেও মোটা অংকের ঋণ নিয়েছেন তিনি। এতে আঙুল ফুলে কলাগাছ হয়েছে তার। সেই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের অর্থ ফুলেফেঁপে উঠেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App