×

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের ডিমের দাম নির্ধারণ করার প্রতিক্রিয়া জানালো বিপিএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম

অন্তর্বর্তী সরকারের ডিমের দাম নির্ধারণ করার প্রতিক্রিয়া জানালো বিপিএ

ছবি: সংগৃহীত

   

ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম, মুরগির দাম নির্ধারণ  করায় বাজারে অস্থিরতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, কর্পোরেটদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা ডিম, মুরগির মূল্য বাতিল করে সবাইকে যুক্ত করে নতুন করে তা নির্ধারণ করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম, মুরগির দাম নির্ধারণ করা বাজারে অস্থিরতা বাড়বে। কর্পোরেটদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা ডিম মুরগির মূল্য বাতিল করে সবাইকে যুক্ত করে নতুন করে তা নির্ধারণ করার দাবি জানাচ্ছি। কৃষি বিপণন ও প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ডিম, মুরগির দাম নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সাং, পাইকারি ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কর্পোরেট গ্রুপদের একটি ডিমের উৎপাদন খরচ ৮.৪০ টাকা, ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১২০ টাকা থেকে ১৩০ টাকা ১ কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২২০ টাকা।

অন্যদিকে প্রান্তিক খামারিদের একটি ডিমের উৎপাদন খরচ ১০.২৯ টাকা, ১ কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৫৫ থেকে ১৭০ টাকা ১ কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৪০ টাকা থেকে ২৬০ টাকা। সরকার নির্ধারিত যৌক্তিক দাম যদি খামার পর্যায় বাস্তবায়ন হয় তাহলে ভোক্তার পর্যায়ে যে দাম দাঁড়াবে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা ৫৭ পয়সা ও কুরা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। ব্রয়লার মুরগি।

উৎপাদক পর্যায়ে কেজি প্রতি ১৬৮.৯১ টাকা, পাইকারি ১৭২ টাকা ৬১ পয়সা ও খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। যেখানে তা তুলে ধরা হলো। যেমন- একটি ডিম বিক্রি হবে বাজারের সাড়ে ১২ টাকা ১ কেজি ব্রয়লার মুরগি বিক্রয় হবে। ২০০ থেকে ২১০ টাকা ১ কেজি সোনালি মুরগি বিক্রয় হবে তাই উৎপাদন খরচের বৈষম্য দূর করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App