মধ্যনগর উপজেলায় ধান ক্রয়ে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

রাসেল আহমদ, মধ্যনগর (সুুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

মধ্যনগর উপজেলায় ধান ক্রয়ে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে গেল বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ বোরো ধানের বাম্পার উৎপাদন হয়েছে। সে অনুসারে চলতি বছরে রেকর্ড মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল আশানুরূপ। তবুও খাদ্য বিভাগ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
গত ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১২৮০ টাকা মন প্রতি ধান সংগ্রহের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে খাদ্যবিভাগ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধানের তুলনায় গুদামের ধারণ ক্ষমতা কম, প্রাকৃতিক বৈরীতা, বন্যা, স্থানীয় পর্যায়ে ধানের দাম বেশি থাকাসহ বিভিন্ন কারণে সুনামগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৯ হাজার ৮১১ মেট্টিক টন। যার মধ্যে নির্ধারিত মূল্যে সংগ্রহ হয় ১৮ হাজার ৮৪০ মেট্টিক টন, যা ৬৩% বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান সংগ্রহ হয়েছে দোয়ারাবাজার উপজেলায় যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ এবং সবচেয়ে কম ধান সংগ্রহ করে তাহিরপুর উপজেলা যা লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
আরো পড়ুন: মুরাদনগরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুট
মধ্যনগর উপজেলার সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২৩৯৫ মেট্রিক টন। এর মধ্যে ১৮৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা গেছে বলে জানিয়েছেন মধ্যনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন কুর্মী।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, এবার ধানের ভালো ফলন হওয়ায় আমার ধান সংগ্রহের আশানুরূপ বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু প্রাকৃতিক বৈরীতা বন্যার কারণে ধান সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাছাড়া স্থানীয় বাজারে ধানের উচ্চ মূল্য ছিল। তাই কৃষকরা গুদামে না এসে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করেছেন। তিনি আরো বলেন, সরকারিভাবে ধান ক্রয়ে অন্যতম লক্ষ্য হলো কৃষকরা যাতে ধানের ভালো মূল্য পায়। সরকারের উদ্দেশ্য সফল হয়েছে। কৃষকরা ধানের ভালো মূল্য পেয়েছেন।