বিজিএমইএ সভাপতি মান্নানের পদত্যাগ, দায়িত্ব নিলেন রফিকুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত
স্বাস্থ্যগত কারণে অপারগতা প্রকাশ করে গত ১৪ মার্চ ২০২৪–২৬ মেয়াদের জন্য বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এই বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
শনিবার বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের জরুরি বিশেষ সভায় নতুন সভাপতি হিসেবে খন্দকার রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ হিল রাকিব এবং সহ-সভাপতি হিসেবে আসিফ আশরাফ দায়িত্ব নেন।
এর আগে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ ২০২৪-২৬ মেয়াদের সংগঠনটির নতুন সভাপতি হয়েছিলেন এস এম মান্নান কচি। তাঁর নেতৃত্বে ‘সম্মিলিত পরিষদ’ গত ১১ মার্চ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। একইদিন চট্টগ্রাম অঞ্চলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলশীর স্থানীয় অফিসে।
গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি বিজিএমইএ জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এদিকে ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এস এম মান্নান কচি। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে তার দল ক্ষমতাচ্যুত হয়।